শেরপুরে অসাধু সার সিন্ডিকেটের বিরুদ্ধে কীটনাশক ব্যবসায়ীদের মানববন্ধন লাইসেন্স বাতিল ও নতুন প্রজ্ঞাপনে আবেদন সুযোগের দাবি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে অসাধু সার সিন্ডিকেটের বিরুদ্ধে এবং মুদির দোকানে অবাধে কীটনাশক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শেরপুর জেলার কীটনাশক ব্যবসায়ী সংগঠন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চলতি মৌসুমে অসাধু সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে প্রান্তিক কৃষকরা সার সংকটে পড়ে চরম দুর্ভোগে রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন মুদির দোকানে নিয়মবহির্ভূতভাবে কীটনাশক বিক্রি করা হচ্ছে, যা কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
মানববন্ধনে কীটনাশক ব্যবসায়ী সংগঠনের আহ্বায়ক মোঃ ছানাউল উসমান বলেন, “যে হাতে চিনি মেপে বিক্রি করা হয়, সেই হাতে কীটনাশক বিক্রি হচ্ছে — এটি অত্যন্ত বিপজ্জনক ও পরিবেশ বিধ্বংসী। আমরা চাই, এই অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে কীটনাশক ব্যবসায়ীদের সার ব্যবসার আবেদন করার সুযোগ দেওয়া হোক।”
পরে জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা সার সিন্ডিকেটধারী অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল এবং নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে কীটনাশক ব্যবসায়ীদের সার ব্যবসার লাইসেন্সে আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, লেবু মিয়া, আনোয়ার হোসেন, আব্দুর রহমান বিশ্বাস, তৌফিক হাসান ও নূর হোসেনসহ জেলার বিভিন্ন এলাকার কীটনাশক ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)