জামালপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” বিষয়ে আলোচনা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ সাইদুর রহমান সাদী \ 
হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকাল ১১টায় জামালপুর আজাদ ট্রেড সেন্টারে হেযবুত তওহীদের জামালপুর জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি বলেন, “বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় আক্রান্ত। এর কার্যকর সমাধান নিহিত রয়েছে ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থায়।” তিনি আরও বলেন, “আমাদের এই সংগ্রাম রাজনৈতিক নয়, বরং এটি একটি চেতনাগত লড়াই। এটি কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের আহ্বান।” রিয়াদুল হাসান বিশ্ব ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধানেই আজও আমাদের দেশ চলছে। ফলে অন্যায়, অবিচার ও অশান্তি বাড়ছে। অথচ রসুল (সা.)-এর সময়ে আল্লাহর জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এমন নিরাপদ সমাজ গঠিত হয়েছিল, যেখানে মানুষ নির্ভয়ে জীবনযাপন করত।” তিনি উল্লেখ করেন, সেই শান্তিপূর্ণ সমাজব্যবস্থার আধুনিক রূপই তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন লেখনীর মাধ্যমে এই ধারণা জাতির সামনে তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের জামালপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণার কার্যনির্বাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্না, জামালপুর সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদ মেহেদী, মেলান্দহ উপজেলা সভাপতি মো. মুনসুর আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া। মতবিনিময় সভায় তওহীদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেযবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক রিয়াজুল হাসান। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’-এর ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা, সেমিনার ও মতবিনিময় কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তাদের প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার ধারণা প্রচার করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)