তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের ২০২৫–২০২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু, মোঃ রফিক মজিদ, আব্দুল মান্নান এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না। এসময় ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সাবেক খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
৩০ জন অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাকে নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিভাবান সাঁতারু তৈরি সম্ভব। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেরপুর জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। তিনি জানান, এ প্রশিক্ষণ থেকে বাছাইকৃত প্রতিভাবান সাঁতারুদের বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
প্রশিক্ষণে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী সাঁতারুরা ভবিষ্যতে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন ও প্রশিক্ষণার্থী সাঁতারুরা শেরপুরে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের দাবি জানান। দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান এবং সাঁতারে সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে সাঁতারু প্রশিক্ষক পপলিন ও প্রশিক্ষনার্থী সাঁতারুরা শেরপরে একটা সুইমিং পুলের দাবি করেন জেলা প্রশাসক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন