শেরপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
১ অক্টোবর সন্ধ্যায় শেরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেসবিফিংয়ে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর মনোনীত সদর-১ আসনের এমপি প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জামায়াতের দায়িত্ব ও অঙ্গীকার। সবসময় উৎসবের মর্যাদা রক্ষা করতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, পৌর সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ-সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, "ধর্ম যার যার, উৎসব সবার"—এই চেতনায় সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)