শেরপুর সদর আসনের এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও উপহার বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর শহরজুড়ে শারদীয় দুর্গাপূজার আনন্দঘন আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি বিনিময়ে যোগ দিলেন বিএনপি নেতা ও শেরপুর সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ। শারদীয় অষ্টমীর রাতে তিনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে ভক্তদের মাঝে শুভেচ্ছা ও উপহার বিতরণ করেন।
শেরপুর পৌর এলাকার যুব জাগরণী সংঘ, তরুণ সংঘ, সৃষ্টি সংঘ, বাগবাড়ী বয়েস ক্লাব, বাগবাড়ী মাতৃসেবক, মিতালি সংঘ, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, উমা সংঘ, শিব মন্দির, রূপায়ন সংঘ, রূপালী সংঘ, শারদীয় সংঘ, মহামায়া সংঘ, শ্রী শ্রী কালি মাতার মন্দির ও নবসূচনা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এসব পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন— “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি আমাদের সংস্কৃতি ও সম্প্রীতির উৎসব। আমরা চাই বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করুক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সুলতান আহমেদ ময়না, সাবেক সদস্য মোকাররম হোসেন ও ফসিউল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত দে সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুধু শহরেই নয়, অষ্টমীর পরদিন বুধবার (১ অক্টোবর) শফিকুল ইসলাম মাসুদ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের রৌহা, নাওভাঙ্গা ও খুনুয়া গ্রামের পূজা মণ্ডপেও শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। স্থানীয় পূজারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
স্থানীয়রা বলছেন, এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের এই সম্প্রীতির উদ্যোগ শুধু রাজনৈতিক নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও এসেছে। তার এই কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)