সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে এক মহিলা সমাবেশ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের একটি মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাংলাদেশ আজ ভয়, দুর্নীতি ও বৈষম্যের বেড়াজালে বন্দী। বিএনপি জনগণের দল, আর আমাদের লক্ষ্য হচ্ছে একটি সাম্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই আমরা জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনব।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রূপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব মোখলেসুর রহমান জীবন, শেরপুর জেলা শ্রমিক দল ও বর্ষীয়ান বিএনপি নেতা আব্দুস সালাম বিএসসি, শেরপুর সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব ফরহাদ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ, আহ্বায়ক কমিটির সদস্য হাসানুর রেজা জিয়া, সাবেক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম তুহিন, সাবেক সদস্য এমদাদুল ইসলাম হীরা, সাবেক ছাত্রদল সভাপতি মোঃ শওকত হোসেন, মহিলা দলের যুগ্ম সম্পাদক সুমাইয়া, সাংগঠনিক সম্পাদক রশিদা ইয়াসমিন কুসুম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, যুবদলের সিনিয়র সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি মীর কাশেম ও হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান, শ্রমিক দলের সহসভাপতি ফয়সাল খান তোতা, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান রুবেল, যুবদলের দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, জেলা জাসাসের সাবেক সভাপতি রমজান আলী, ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শফিকুল ইসলাম মাসুদ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তিনি সর্বদা দলের কর্মীদের পাশে থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন। তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আজ তাঁকেই আগামী নির্বাচনে ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে দেখতে চায়।
আয়োজনে: বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, শেরপুর।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন