আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদে জামান গাউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ'ল্লামা মহাত্বা শাহ সূফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন নকশেবন্দী মুজাদ্দেদী এনায়েতপুরী-শম্ভুগঞ্জী রাহমাতুল্লাহি আ'লাইহি ছাহেবের পবিত্র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে ঐতিহাসিক খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত দরবার শরীফে আগামী ১৫ অক্টোবর বুধবার ফজর বাদ ফাতেহা শরীফে আখেরী মোনাজাত প্রতি বছরের ন্যায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহুল আজিজ। খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত দরবার শরীফের মুখপাত্র শাহ খাজা মুহাম্মদ মেজবাহুল মোকাররবিন মেজবা মহোদয় এ প্রতিনিধিকে বলেন, আমার দাদাজান শম্ভুগঞ্জী পীর কেবলাজানের মহাপবিত্র এ দিবসটি প্রতি বছর আসাম বাংলার অসংখ্য অগনিত জাকেরান আশেকান ও ভক্তবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত জনবহুলভাবে পালিত হয়ে থাকে। এবারও এ বরকতময় অনুষ্ঠানে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন। খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত দরবার শরীফের প্রতিষ্ঠাতা গদীনশীন পীর কেবলা বহু ভাষাবিদ, বাগ্মী, মরমী কবি, বহু ইসলামি গ্রন্থ প্রনেতা, আল্লামা আলহাজ শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক নকশেবন্দী মুজাদ্দেদী এ প্রতিবেদককে জানান, আমাদের মহান ওয়ালেদ মাজেদ জামানার সর্বশ্রেষ্ঠ অলিআল্লাহ কুতুবুল এরশাদ ইমামুল হাদী মুজাদ্দেদে জামান হুমায়ে হুমায়ুন পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল জিন্দাপীর দস্তগীর রৌশন জমির শাহান শাহে তরিকত গাউছুল আজম খাজায়েনে রহমত মহাত্বা হযরতুল আ'ল্লামা শাহ সূফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন নকশেবন্দী মুজাদ্দেদী চিশতী আল কাদরী এনায়েতপুরী শম্ভুগঞ্জী রাহমাতুল্লাহি আ'লাইহি ছাহেবের ইন্তেকাল বার্ষিকী (৩০ আশ্বিন) উপলক্ষ্যে মহান ফাতেহা শরীফ খাজায়েনে রহমত মুজাদ্দেদীয়া বাইতুত তরিকত দরবার শরীফে উদযাপিত হইবে। তিনি আরো জানান, ফাতেহা শরীফে সমস্ত দুনিয়ার ইন্তেকাল প্রাপ্ত জামে আম্বিয়া, জামে আউলিয়া মুমিন মুসলমান, জাকেরান, আশেকান, শহীদান ও সালেহীনগনের আরওয়াহ পাকের হুজুরে ছোয়াব রেছানী (ইরছাল) করা হইবে। আমাদের মহান দাদাপীর দস্তগীর শাহান শাহে তরিকত মুজাদ্দেদে জামান গাউছুল আজম মহাত্বা হযরত মাওলানা শাহ সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী নকশেবন্দী মুজাদ্দেদী চিশতী আল কাদরী কুদদেসাসিররুহুল আজিজ, তালই পীর দূস্তগীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (র:), দূর্রে মাকনুন ফাতেমায়ে সানী সৈয়দা জোহুরা খাতুন (র:),মরমী কবি রাসুলে নোমা হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ ফতেহ আলী ওয়াইসি (র:),গাযীয়ে বালাকোট হযরত মাওলানা শাহ সূফী নূর মুহাম্মদ নিজামপুরী (র:), ইমামে রব্বানী কাইয়্যুমেজ্জামানী মাহবুবে সোবহানী হযরত শেখ আহমদ সিরহিন্দী মুজাদ্দেদ ই আলফেসানী (র:), ইমামুত তরিকত হযরতুল আ'ল্লামা সৈয়দ খাজা বাহাউদ্দুন নকশেবন্দ (র:), ইমামুত তরিকত খাজা বাকীবিল্লাহ (র:), ইমামুত তরিকত মুজাদ্দেদে আলফে আউয়াল মাহবুবে সোবহানী, পীরানে পীর দস্তগীর গাউছুল আজম মহাত্বা হযরতুল আ'ল্লামা বড় পীর সৈয়দ মুহিউদ্দীন আবদুল কাদির জিলানী (র:), ইমামুত তরিকত সুলতানুল হিন্দ গরীবে নেওয়াজ হযরত সৈয়দ মইনুদ্দিন চিশতী আজমেরী (র:), ইমামুত তরিকত হযরত খাজা শিহাব উদ্দীন আবু হাফস সিদ্দিকী সোহরাওয়ার্দী (র:) এবং তাহাদের পবিত্র নেছবতের সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গ আশেকান মুরীদান, সর্বোপরি রাহমাতুল্লীল আ'লামীন হায়াতুন্নবী সর্দারে দো-আলম সারওয়ারে কায়েনাত মোফাখখারে মওজুদাত নূরে মুজাচ্ছাম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম, উম্মেহাতুল মুমেনীন (র:) এবং খাতুনে জান্নাত হযরত হযরত মা ফাতিমাতুয যাহরা (র:) সহ সমস্ত আহলে বাইত ও শুহাদায়ে কারবালা, খোলাফায়ে রাশেদীন, আশারায়ে মুবাশশারা, আল আসহাব, তাবেঈন (রাদ্বিল্লাহু তা'য়ালা আনহুম আজমািন)-তাহাদের সকলের আরওয়াহ পাকের হুজুরে ছোয়াব রেছানীর এই পবিত্র অনুষ্ঠান পরিপূর্ন পবিত্রতা ও মর্যাদার সঙ্গে ইনশাআল্লাহু তা'লা উল্লেখিত তারিখে উদযাপন করা হইবে বলে তিনি সবাইকে দাওয়াহ্ত করিয়াছেন। মুলত এ অনুষ্ঠানটি লক্ষ লক্ষ আশেকানের মাশুকের প্রয়ানে শোকগাথার বিরহের অনুষ্ঠান।
জামালপুর খাজায়েনে রহমত দরবার শরীফ: শম্ভুগঞ্জী (র:)’র ইন্তেকাল বার্ষিকীর ফাতেহা শরীফে আখেরী মোনাজাত ১৫ অক্টোবর বুধবার
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
0


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন