শেরপুরে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ, অস্বীকার বিএনপির, পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন ও বিএনপির প্রতিবাদ মিছিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন কর্মী আহত হওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে বিএনপি এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে জেলা রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চলাকালে ডাকপাড়া গ্রামে ১০–১২ জন সশস্ত্র ব্যক্তি পথরোধ করে হামলা চালায়। এতে শেরপুর সদর উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম স্বপন এবং সদর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহত হন। পরে আহতরা শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসা নেন এবং ভর্তি আছে। পরবর্তী শনিবার ২৫ অক্টোবর জামায়েত ইসলামী শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামী শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বিকাল তিনটা সময় সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণ গণসংযোগে সন্ত্রাসী হামলার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মসজিদভিত্তিক সংগঠনের কাজ পরিচালনা করা নিয়ে মন্তব্য করেন জামায়াতের এমপি প্রার্থী তিনি বলেন, “মসজিদে আমরা ধর্মীয় আলোচনা করি এবং মুসল্লিরা ধর্মীয় বিষয়ে কথা বললে তা আলোচনা করা ইসলামী শরীয়তসম্মত। ধর্মে রাজনীতি নিষিদ্ধ নয়।” এ সময় তিনি আরো এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন “বিএনপি বলছে জামায়াত আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে এটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। বরং প্রমাণ রয়েছে—গতকাল বিএনপির সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের পাশে যারা বসেছিলেন, তাদের আওয়ামী লীগের এমপি ও নেতাদের সঙ্গে পূর্বের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে।”
অন্যদিকে শুক্রবার রাতে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল করে এবং রাতে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “জামায়াতের গণসংযোগে বিএনপির হামলা—এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির কেউ জড়িত থাকলে প্রমাণ দিন, আমরা ব্যবস্থা নেব।”
ঘটনার বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)