শেরপুর জেলায় নালিতাবাড়ীতে নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ৫ আগস্ট সংঘটিত নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে একই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৭৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার রাজিবুল ইসলাম রাজিব বর্তমানে নালিতাবাড়ী থানায় হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন