শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান।
অভিযানে ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে মোঃ খোরশেদ আলম (পিতা মৃত মোহাম্মদ আলী, সাং- ছিটপাড়া, নালিতাবাড়ী, শেরপুর) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে খোরশেদ আলমের পুত্র সালমান সাদিক (২৭) কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল।
জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে জানানো হয়—নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন। পাশাপাশি ভুয়া ডাক্তার বা অননুমোদিত ফার্মেসির কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন