বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে পাহাড় থেকে খাদ্যের সন্ধানে নেমে আসা প্রায় ৩২টি বন্যহাতির পাল উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে ঢুকে পড়ে এ ক্ষতি সাধন করে। এতে অন্তত ১৪-১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতির পাল কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মো. সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, আবু বকরসহ বেশ কয়েকজনের জমির ফসল মাড়িয়ে নষ্ট করে।
ক্ষতিগ্রস্ত কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন জানান, তার প্রায় ২ একর জমির ধান হাতির পালের আক্রমণে ধ্বংস হয়েছে। প্রতি মৌসুমেই এভাবে ক্ষতির শিকার হতে হয় বলে তিনি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।
বিধবা কৃষাণী জুলেখা বেগম জানান, ঋণ করে পৌনে ২ একর জমিতে ধান রোপণ করেছিলেন। ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিন সন্তান নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার ধানখেত পরিদর্শন করা হয়েছে। কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন