শেরপুরে জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি ঘোষণা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এক বছর মেয়াদী এ নবগঠিত কমিটিতে আহবায়ক হয়েছেন মো. আশরাফুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময় এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন।এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছানুয়ার রহমান সায়িম। যুগ্ম আহবায়ক হয়েছেন মো. লিটন, সাজিদুল ইসলাম মাজহারুল ও জুবায়ের আহমেদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তৌহিদুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মাহমুদুল হাসান রুমান (দপ্তর), মো. আরিফুল ইসলাম (অর্থ), সোহানুর রহমান সোহান (প্রচার), এহসান মো. নেয়ামুল কায়েছ (শিক্ষা ও গবেষণা), সাকিবুল হাসান মাসুম (যুব উন্নয়ন) ও রাতুল হোসেন রাহাত (সংস্কৃতি ও ক্রীড়া)।এছাড়া সিনিয়র সংগঠক ইমদাদুল হক রিপন, সংগঠক সাদিয়া খানম মনা, মো. আনছার আলী, শাহিন মিয়া, আকাছুর রহমান রায়হান, মো. সারোয়ার হোসেন, রিমন ইসলাম মুবিন, মাছুম বিল্লাহ, মো. শামিম, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিদসহ আরও অনেকে এ কমিটিতে যুক্ত হয়েছেন।মুখ্য সংগঠক মো. জসিম উদ্দিন প্রতিক্রিয়ায় জানান, “জাতীয় যুবশক্তির এই কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)