জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এক বছর মেয়াদী এ নবগঠিত কমিটিতে আহবায়ক হয়েছেন মো. আশরাফুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময় এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন মো. জসিম উদ্দিন।এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছানুয়ার রহমান সায়িম। যুগ্ম আহবায়ক হয়েছেন মো. লিটন, সাজিদুল ইসলাম মাজহারুল ও জুবায়ের আহমেদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তৌহিদুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মাহমুদুল হাসান রুমান (দপ্তর), মো. আরিফুল ইসলাম (অর্থ), সোহানুর রহমান সোহান (প্রচার), এহসান মো. নেয়ামুল কায়েছ (শিক্ষা ও গবেষণা), সাকিবুল হাসান মাসুম (যুব উন্নয়ন) ও রাতুল হোসেন রাহাত (সংস্কৃতি ও ক্রীড়া)।এছাড়া সিনিয়র সংগঠক ইমদাদুল হক রিপন, সংগঠক সাদিয়া খানম মনা, মো. আনছার আলী, শাহিন মিয়া, আকাছুর রহমান রায়হান, মো. সারোয়ার হোসেন, রিমন ইসলাম মুবিন, মাছুম বিল্লাহ, মো. শামিম, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিদসহ আরও অনেকে এ কমিটিতে যুক্ত হয়েছেন।মুখ্য সংগঠক মো. জসিম উদ্দিন প্রতিক্রিয়ায় জানান, “জাতীয় যুবশক্তির এই কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
শেরপুরে জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানরাজনীতি
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন