শেরপুরে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলনে জনতার ঢল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
হেফাজতে ইসলাম বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ইশা পর্যন্ত শেরপুর টাউনস্থ শহীদ দারোগা আলী পৌর পার্ক ময়দানে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম শেরপুর জেলা শাখার আমীর মুফতি খালিছুর রহমান হাফিজা, সহ-সভাপতির দায়িত্ব পালন করেন সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল আজিজ হাফিজা, সম্মেলনের উদ্বোধন করেন শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আজিজুল হক হাফিজা, সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান হাফিজা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজা। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী হাফিজা., নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ; আল্লামা বশির উল্লাহ হাফিজা., সাংগঠনিক সম্পাদক; এবং উপদেষ্টা হযরত মাওলানা সিদ্দিক আহমাদ হাফিজা।
বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন— শায়খ হারুন ইজহার হাফিজা., যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ; শায়খ জসিম উদ্দিন রহমানী হাফিজা.; মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজা., যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ; মুফতি মুনির কাসেমী হাফিজা., যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ; মুফতি মাহবুবুল্লাহ হাফিজা., সভাপতি, হেফাজতে ইসলাম ময়মনসিংহ মহানগর শাখা; এবং মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজা., বিশিষ্ট দাঈ ও মুবাল্লিগে ইসলাম, ঢাকা। সভায় শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম কাসেমী। আয়োজনে ছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ, শেরপুর জেলা শাখা। দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে শেরপুর পৌর পার্কে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের ঢল নামে। সম্মেলনস্থল জুড়ে ছিল তাওহিদি জনতার সমাবেশ, ইসলামী শ্লোগান ও ধর্মপ্রাণ মানুষের আবেগঘন পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)