জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টি ডব্লিউ এ)–এর উপজেলা শাখা কমিটির নির্বাচন। আগামী ২৪ অক্টোবর ২০২৫খ্রি:, শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলাজুড়ে আদিবাসী সমাজে বইছে উৎসবের আমেজ।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদিবাসী সমাজের তরুণ সংগঠক ও সমাজসেবক মি. জয় দাংগো। তিনি ‘আনারস মার্কা’ নিয়ে ভোট প্রার্থনা করেছেন।
তার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে রয়েছেন—ভাইস চেয়ারম্যান মি. এলিন রিছিল মি. দিগেন্দ্র সাংমা এবং থেংসুয়া খকসী;
জেনারেল সেক্রেটারী: মিসেস ঝুমা রেমা;
জয়েন্ট সেক্রেটারী: মি. রাহুল রাকসাম ও শিলচি খকসী; কোষাধ্যক্ষ : রাধানাথ মারাক;
সাংগঠনিক সম্পাদক : মি. পলাশ সাংমা ও দামেন সাংমা;
প্রচার সম্পাদক : মি. সাগর খকসী ও সন্তুোষ সাংমা;
ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : মিসেস. তামিয়া খকসী।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন:
মি. নিবারন সাংমা, মি. প্রভাস মারাক, মিসেস নবিনা মারাক, মিসেস মাগদালীনা ম্রং, মি. জগদীশ চন্দ্র বমর্ণ, এবং মিসেস পুতি মারাক ।
চেয়ারম্যান পদপ্রার্থী মি. জয় দাংগো বলেন, “ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আমাদের ঐক্য, উন্নয়ন ও অধিকার রক্ষার সংগঠন। আমি নির্বাচিত হলে উপজেলায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কাজ করব।”নির্বাচনকে ঘিরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কেউ পোস্টার লাগাচ্ছেন, কেউবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানাচ্ছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন