বকশীগঞ্জে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, আহত ২ – গ্রেপ্তার ৫

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ও কনস্টেবল আমিরুল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে সুরুজ কসাইয়ের ছেলে লিটন মিয়াকে (৪৫) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তাকে থানায় নেওয়ার সময় লিটনের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়াসহ লিটনকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে লিটনের মা ফিরুজা বেগম (৬০), পুটলের ছেলে রিপন (১৮), নূরুল হাজীর ছেলে শামীম মিয়া (২৮), ও লিটনের ছেলে সিয়াম মিয়াকে (১৯) আটক করে। পরবর্তী অভিযানে মূল হোতা মাদক ব্যবসায়ী লিটন মিয়াকেও গ্রেপ্তার করা হয়।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)