শেরপুরে সেনা সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামে এক সেনা সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতার নাম তানিয়া (২১)। বুধবার (৮ অক্টোবর) রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ওই গ্রামের মৃত আতাহার আলীর কন্যা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সাইফুল ইসলামের স্ত্রী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে লাশটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গত রোববার (৫ অক্টোবর) তানিয়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। বুধবার রাতে নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেননি। অনেকক্ষণ পর মা জরিনা বেগম মেয়েকে খুঁজতে গিয়ে পুকুরপাড়ের একটি আমগাছে তানিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা দ্রুত তাকে নামিয়ে আনলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)