বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
‘হাত ধোয়ার নায়ক হোন’— এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে স্কুল শিক্ষার্থীদের হাতে-কলমে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, মেরুর চর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু প্রমুখ।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)