শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের মাধবপুরে ইউনিটের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও সচল ও গতিশীল রাখার লক্ষ্যে Bangladesh Red Crescent Society Order, 1973 (President's Order No. 26 of 1973) এর 9B (1) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির মাননীয় চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেরপুর ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—
চেয়ারম্যান: জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান
ভাইস চেয়ারম্যান: আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম
সেক্রেটারি: অ্যাডভোকেট আব্দুল মান্নান
সদস্যবৃন্দ: রাজিয়া সামাদ ডালিয়া, অ্যাডভোকেট সামিউল ইসলাম আতাহার, জাকারিয়া মো. আব্দুল বাতেন, গুলজার মোহাম্মদ ইয়াহ-ইয়া জিহান, মো. জিহাদুর রহমান জিহাদ, মো. শাহনুর রহমান সাইম, মো. আলমগীর হোসেন ও তান্না ইসলাম।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বিশেষ কারণে সদস্য মো. জিহাদুর রহমান জিহাদ ও গুলজার মোহাম্মদ ইয়াহ-ইয়া জিহান উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের লেভেল অফিসার মো. ইমরান হোসেন, যুব রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের উপ-যুবপ্রধান আশিক মুন্না সাগর, এবং ইউনিটের অন্যান্য সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মানবিক সেবা, স্বেচ্ছাসেবার চেতনা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের ভূমিকা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)