টাইফয়েড জ্বরের সংক্রমণ রোধে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের মতো শেরপুর জেলাতেও শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় এবার শেরপুরে ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশু ও শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এখন পর্যন্ত জেলায় মোট লক্ষ্যমাত্রার ৫৮ শতাংশ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
এই ব্যাপক টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৬৮০টি টিকা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আরও ১ হাজার ৩৫০টি কেন্দ্র স্থাপন করা হবে। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এ কার্যক্রম চলবে।
৮ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। তিনি জানান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের জন্য স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে।
ডা. শাহীন বলেন, “টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সরকারের এই কর্মসূচি শিশুদের জীবন রক্ষা ছাড়াও দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি সফলভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহসভাপতি মমিউর রহমান মনি,সিনিয়র যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেলসহ জেলার অর্ধশতাধিক সাংবাদিক।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন