শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগ দিলেন নাসরিন আক্তার

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন নাসরিন আক্তার। বুধবার (৮ অক্টোবর) সকালে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ৩৫তম বিসিএসের মাধ্যমে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সর্বশেষ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেছেন।
শেরপুর জেলা পুলিশের নতুন এ কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)