জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে বাস চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
ছাইদুর রহমান।। 
জামালপুর-নান্দিনা-চেচুয়া-মুক্তাগাছা-ময়মনসিংহ-ঢাকা রোডে রোববার সকাল থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর পাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে বহিরাগতদের হামলায় কয়েকজন শ্রমিক আহত, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক-ফেডারেশন। ধর্মঘটের কারণে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন।জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় নির্দেশে রোববার সকাল থেকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। সাংবাদিকদের তারা আরো বলেন শনিবার ময়মনসিংহে একটি উচ্ছৃঙ্খল গুষ্টি পরিবহন খাতকে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যেতে চায়, যারা সরকারকে বেকাদায় ফালানোর জন্য, পরিবহন খাতকে বিশৃঙ্খলা তৈরী করতে চায় তাদের মদদে ময়মনসিংহে আমাদের শ্রমিকদের উপর হামলা, নির্যাতন ও মারধর করা হয়েছে। শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে তারই প্রতিবাদে রোববার ময়মনসিংহ রোডে বাস ধর্মঘট চলছে। আমরা যাতে সুশৃঙ্খলভাবে রাস্তায় চলাচল করতে পারি তার জন্য রোববার ময়মনসিংহ রোডে ধর্মঘট চলছে। যদি আমাদের শ্রমিকদের উপর হামলা ও নির্যাতনের বিচার না করা হয়, আমাদের শ্রমিকদের যদি মুক্তি না দেয়া হয় আর পরিবহন ব্যবস্থা বহিরাগত মুক্ত না করা হয় তাহল সোমবার থেকে ঢাকা বিভাগে এবং পরবর্তিতে সারা বাংলাদেশে এই পরিবহন ধর্মঘট চলবে। এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই ভোরবেলা বাসস্ট্যান্ড ও বাস কাউন্টারগুলোতে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যারা আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, তারা পড়েছেন মহা বিপদে। নান্দিনার দড়িহামিদপুর থেকে আসা সুলাইমান নামে একজন বাস যাত্রী জানান, গতকাল রোববার সকালে আমি রাজিব বাসে ঢাকা যাবার জন্য নান্দিনা বাজারে বাস কাউন্টারে যাই। কিন্তু গিয়ে শুনি আজ বাস বন্ধ। এতে আমার ঢাকা যাওয়া বন্ধ হয়ে পড়েছে। নান্দিনা এলাকার ঢাকাগামী যাত্রী রবিউল, মেরাজুল জানান, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় বাধ্য হয়ে জামালপুরস্থ টাঙ্গাইল বাস টার্মিনালে যাই। সেখান থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নান্দিনা বাস কাউন্টারের টিকেট বিক্রেতা সিদ্দিকুর রহমান জানান, বাস বন্ধ থাকায় যাত্রীরা ফিরে যাচ্ছে। টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে।
বাস চলাচল বন্ধ থাকায় জামালপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু চাহিদা মতো ট্রেনের টিকেট মিলছে না বলে অভিযোগ উঠেছে। অপরদিকে যাত্রী সাধারণের কথা চিন্তা করে সৃষ্ট সমস্যা জরুরী সমাধানের মাধ্যমে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রোডে বাস সার্ভিস চালু করা প্রয়োজন বলে মতামত প্রকাশ করেছেন সাধারণ বাস যাত্রীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)