জামালপুরের বকশীগঞ্জে কৃষি সমৃদ্ধি বাড়াতে ও অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে “বসতবাড়িতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিন উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে বক্তারা বলেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী হতে হবে। বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, “প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান গড়ে তুললে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ সবজি উৎপাদন—দুটিই সম্ভব হবে।”প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিরাপদ সবজি চাষ, পোকামাকড় সনাক্তকরণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
বকশীগঞ্জে দুই দিনব্যাপী কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
রবিবার, অক্টোবর ১২, ২০২৫
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানকৃষি ও কৃষক

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন