বকশীগঞ্জে দুই দিনব্যাপী কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে কৃষি সমৃদ্ধি বাড়াতে ও অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে “বসতবাড়িতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিসা আফরিন উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে বক্তারা বলেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী হতে হবে। বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, “প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিবাগান গড়ে তুললে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ সবজি উৎপাদন—দুটিই সম্ভব হবে।”প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিরাপদ সবজি চাষ, পোকামাকড় সনাক্তকরণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)