শেরপুরে জেলা শ্রমিক দল কর্তৃক কেন্দ্রীয় অসুস্থ শ্রমিক নেতাদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি, প্রয়াতদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ আছর শেরপুর শহরের রঘুনাথবাজারস্থ বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, সহসভাপতি ফয়সাল খান তোতা, কামরুজ্জামান, মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সহ সাধারণ সম্পাদক নাহিদ হাসান রুবেল, আবুল কালাম, নুরুল ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত ও আমিনুল ইসলাম হানিফ।
নকলা উপজেলা শ্রমিক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, শ্রীবরদী উপজেলা আহ্বায়ক শহিদ, ঝিনাইগাতি উপজেলা আহ্বায়ক সেলিম আহমেদ জীবন, নালিতাবাড়ী উপজেলা সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন, শহর শ্রমিক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব মুহিদুল ইসলাম পলাশ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রশিদ মাহবুব, শেরপুর জেলা বিএনপির সাবেক সমাবেশ সম্পাদক সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা বেসিক ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিপুল, শহর যুবদলের সাবেক আহবায়ক রাসেল শিকদার, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীবসহ শ্রমিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, উপদেষ্টা মোহাম্মদ আবু সাঈদসহ দেশব্যাপী অসুস্থ শ্রমিক নেতাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এছাড়া শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মানিকসহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শেরপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অসুস্থ শ্রমিক নেতাদের সুস্থতা এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দল ধানের শীষের বিজয় নিশ্চিতে সর্বশক্তি নিয়োজিত করবে। এরপর জেলা সদরে মনোনয়ন যেই পায় আমরা তারি নির্বাচন করব এবং বিজয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)