দখলদারমুক্ত, চাঁদাবাজমুক্ত সুস্থ রাজনীতির জামালপুর গড়ার অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ সাইদুর রহমান সাদী \ 
দখলদারমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সুস্থ রাজনীতির জামালপুর গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ভাসানী জনশক্তি পার্টি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টায় জামালপুর সকাল বাজারস্থ গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টি ঘোষিত ও গণতন্ত্র মঞ্চ মনোনীত জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার। 
বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী দিনে আপনাদের সমর্থন চাই। সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজমুক্ত জামালপুর গঠনে ইনশাআল্লাহ আমি সর্বদাই জনগণের পাশে থাকব।” 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের মনোনীত জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের প্রার্থী মোহাম্মদ আমির উদ্দিন। তিনি তাঁর নির্বাচনী এলাকায় সর্বস্তরের ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন সবুজ, ভাসানী জনশক্তি পার্টি জামালপুর জেলার সহ-সভাপতি জিয়াউর রাফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান, নাজিম উদ্দিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)