শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ও নারীদের মাঝে অনুদান-সেলাই মেশিন বিতরণ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুর-এর উদ্যোগে র‍্যালি, সমাবেশ, আলোচনা সভা এবং আর্থিক অনুদান চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক মো. লুৎফুল কবির।
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় বিশিষ্ট সমাজসেবিকা ও পরিবেশবাদী ‘মাদার তেরেসা খ্যাত’ রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির নেতা ও ব্যবসায়ী আলহাজ্ব মো. আওয়াল চৌধুরী, জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সেক্রেটারি ডা. হাসানুজ্জামান হাসানের পক্ষে ডা. মোহাম্মদ আহসান উল হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অপরিহার্য। নারীর অর্থনৈতিক সক্ষমতা কেবল উন্নয়নের কৌশল নয়, এটি সমাজের অগ্রযাত্রার ভিত্তি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)