শেরপুরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জানা যায়, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ। স্বাগত বক্তব্য দেন ট্রেনিং কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া।
সপ্তাহব্যাপী কর্মসূচি :
২৬ নভেম্বর: সকাল ১০:৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী।
২৭ নভেম্বর: গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং কৃমিনাশক বিতরণ।
২৮ নভেম্বর: প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচার ও প্রচারণা।
২৯ নভেম্বর: কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।
৩০ নভেম্বর: শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা।
১ ডিসেম্বর: প্রাণিসম্পদের টেকসই উন্নয়ন—তরুণ ও নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা।
২ ডিসেম্বর: সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁইয়া, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভেটেরিনারি চিকিৎসক, উদ্যোক্তা ও খামারিরা।
প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, কালো মুরগি, বিভিন্ন প্রজাতির পাখ-পাখালি এবং দুগ্ধজাত খাদ্য—পিঠা, পায়েসসহ মোট ২৪টি স্টল স্থাপন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানায়, প্রাণিসম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে জনসচেতনতা বাড়াতেই সপ্তাহব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন