ঐতিহ্য ও আনন্দে ভরপুর ঝিনাইগাতীতে শেষ হলো তিন দিনের ওয়ানগালা উৎসব

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
২৩ নভেম্বর বিকালে শুক্রবার থেকে শুরু হওয়া শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর এলাকায় গারো সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা তিন দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক মহোৎসবের মধ্য দিয়ে রোববার পরিসমাপ্তি পেয়েছে। মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠজুড়ে ছিল রঙিন সাজসজ্জা, ঢোলের শব্দ, নৃত্যের ছন্দ আর উৎসবমুখর মানুষের ভিড়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি। তিনি বলেন, “ওয়ানগালা কেবল কৃষি-উৎসব নয়; এটি গারো জাতির কৃতজ্ঞতা, ঐতিহ্য ও পারিবারিক বন্ধনের এক অনন্য প্রকাশভঙ্গি।” উৎসব কমিটির ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং বক্তব্যে বলেন, “এই উৎসব আমাদের ইতিহাস, পরিচয় ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে প্রাণবন্তভাবে পৌঁছে দেয়। ওয়ানগালা শান্তি, সম্প্রীতি এবং মিলনের প্রতীক।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসব কমিটির চেয়ারম্যান ও মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি। তিনি জানান, “ওয়ানগালার সূচনা প্রায় এক শতাব্দী আগে হলেও ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর মিশন নিয়মিতভাবে উৎসবটির আয়োজন করছে। সংস্কৃতি সংরক্ষণই আমাদের প্রধান লক্ষ্য।” তিন দিনের আয়োজনকে ঘিরে ছিল নানা রঙিন কর্মসূচি—চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মান্দি লোকগীতি, ঐতিহ্যবাহী নৃত্য, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, খেলাধুলা, মেলা, ধর্মীয় প্রার্থনা, থক্কা প্রদানসহ নানা অনুষ্ঠান। উৎসব সম্পর্কে আয়োজকরা জানান, ‘ওয়ানা’ অর্থ দেবদেবীর দান এবং ‘গালা’ অর্থ উৎসর্গ—এই দুই শব্দের সমন্বয়েই ‘ওয়ানগালা’। শস্য দেবতা মিসি সালজং-এর প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দ ভাগ করে নিতে গারোরা নৃত্যুগীত ও প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করেন। ঢোল-বাদ্যের তালে ‘একশ ঢোলের উৎসব’ নামেও পরিচিত এ অনুষ্ঠানকে অনেকেই নবান্নুউৎসবের আদি রূপ বলে থাকেন। নৃত্য, ঢোল, পল্লিগীত এবং উৎসবের আধ্যাত্মিক আবহে তিন দিন ধরে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে সম্পন্ন হয় এ বছরের ওয়ানগালা উদযাপনের পর্দা নামানোর অনুষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)