শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা শাখা গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাতে এই ঘটনাটি ঘটে, তবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই সীমিত ছিল। এলাকাবাসী জানায়, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিসংযোগের পিছনে দলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি রয়েছেন। এ ঘটনার পর, ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের সাবেক নেতাদের ফেসবুক আইডি থেকে আগুন লাগানোর ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত এক ব্যক্তি লাঠির মাথায় পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছে। অন্য একটি ভিডিওতে বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর দৃশ্য স্পষ্ট হয়। ভিডিওতে তাদের কথোপকথনও শোনা যায়, যা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়।
এদিকে, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-আমীন জানান, এই অগ্নিকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, "আগুন লাগানোর পরই তা নিভিয়ে ফেলা হয় এবং বর্তমানে দুর্বৃত্তদের শনাক্তের জন্য তদন্ত চলছে।"
এ ঘটনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেয়া হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন