শেরপুর জেলার সদর কোর্টে বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক মহোদয়। শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপার অফিস, শেরপুরে উপস্থিত হলে পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনের সময়, অতিরিক্ত ডিআইজি মহোদয় কোর্টের অফিস কক্ষ, মালখানায় জব্দকৃত আলামত সরেজমিনে পরিদর্শন করেন এবং আলামত যথাযথভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশ প্রদান করেন। এরপর তিনি সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করে, সুষ্ঠু কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
এছাড়া, কোর্টে কর্মরত অফিসার ও ফোর্সদের কর্মপরিবেশ ও কাজের গতিবিধি খতিয়ে দেখেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। অতিরিক্ত ডিআইজি মহোদয় বিচারিক কার্যক্রমের সুষ্ঠু ও দক্ষ পরিচালনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক, ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খানসহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে, অতিরিক্ত ডিআইজি মহোদয় কোর্টের কর্মরত কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক কাজের প্রশংসা করেন।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন