শেরপুর জেলা বিএনপি ঘোষনা করেছে জেলার শ্রীবরদী উপজেলা, শ্রীবরদী পৌর ও ঝিনাইগাতি উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি। বুধবার বিকেলে জেলা আদালতের আইনজীবী সমিতির লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। তিনি বলেন, “বিএনপি একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক দল। নেতৃত্ব নির্বাচনে ত্যাগী, আদর্শবান ও কর্মীবান্ধব নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।”
নবঘোষিত কমিটিসমূহ হলো—
শ্রীবরদী উপজেলা বিএনপি: আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল (সাবেক ছাত্রদল নেতা ও শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি)।
শ্রীবরদী পৌর বিএনপি: আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল (সাবেক ছাত্রদল সভাপতি), সদস্য সচিব এসএম সোহান।
ঝিনাইগাতি উপজেলা বিএনপি: আহবায়ক সাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান।
প্রতিটি আহবায়ক কমিটি ১০১ সদস্য বিশিষ্ট বলে জানা গেছে।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। দলীয় ঐক্য ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই এই কমিটি গঠন করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন