শেরপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এমপি প্রার্থী মাসুদ : ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বিকেলে শেরপুর শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রদলের সভাপতি শওকত হোসেন এর সঞ্চালনায় এবং জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বর্তমান জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শিপন
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সদস্য সচিব ফরহাদ আলী
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিস্টার
জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুর রেজা জিয়া
জেলা বিএনপির সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবুল্লাহ
জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও শহর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ ময়না
জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল
জেলা বিএনপির সাবেক সদস্য ফসিউল ইসলাম সুজন
জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কুসুম
জেলা মহিলা দলের সহ-সভাপতি কোহিনুর
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন
শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য বিদারুজ্জামান সিদ্দিকী দিদার
সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন— “দল এখনো চূড়ান্ত মনোনয়ন দেয়নি, তবে আমরা মাঠে আছি এবং থাকব। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে বিএনপির বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
অন্যান্য বক্তারাও আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)