জামালপুর জেলার ইসলামপুরে মোঃ আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পাস পরীক্ষা ২০২৪ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রথম দিনেই পরীক্ষার্থীরা উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। কলেজটির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মুজিবুর রহমান জানান- পরীক্ষার্থীদের জন্য আলাদা আসন বিন্যাস, পরিষ্কার পরিচ্ছন্ন হল রুম এবং নকলরোধে কঠোর মনিটরিং সহ সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। হলে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষার গ্রহণ সম্ভব হয়েছে বলে তিনি জানান। পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকসন অফিসার গিয়াসউদ্দিন সহ একটি প্রতিনিধিদল। পরীক্ষা হলে প্রবেশ করে প্রশ্নপত্র বিতরণ, উপস্থিতি, তদারকি ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক শৃঙ্খলা পরীক্ষা করেন পরিদর্শনদল। পরিদর্শন দলের প্রধান বলেন, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর ও নকলমুক্ত। কর্তৃপক্ষকে শৃংখল ব্যবস্থাপনার জন্য তিনি ধন্যবাদ জানান। পরীক্ষা আগামী ৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান এস এম আব্দুর রউফ জানান এবার ৪ শত দুই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্যজয়নাল আবেদিন সরকার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন এভাবে কঠোর তদারকিতে নকল মুক্ত পরীক্ষা পরিচালনা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের শিক্ষক - শিক্ষার্থী সহ অভিভাবকরা আশা প্রকাশ করেছেন পুরো পরীক্ষা জুড়েই এ সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।
ইসলামপুরে ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানইসলামপুর

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন