শেরপুরে কৃষি কর্মকর্তার ওপর হামলা: ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের দাবিকে কেন্দ্র করে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী কর্মকর্তা নিজেই নকলা থানায় মামলা দায়ের করেন। মামলায় রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ধুকুরিয়া গ্রামের সুরুজ মোল্লার ছেলে রাহাত হাসান কাইয়ুম ও একই গ্রামের সিরাজুল হকের ছেলে ফজলু ওইদিন কৃষি কর্মকর্তার কক্ষে প্রবেশ করে সরকারি প্রণোদনা বিতরণে "দলীয় ভাগ" দাবি করেন। এতে আপত্তি জানালে তারা ক্ষিপ্ত হয়ে শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলা চালান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রদল নেতা রাহাত কথাকাটাকাটির একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারেন এবং পরে তাকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করেন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর রাতেই রাহাতের অনুসারীরা কৃষি কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে নকলা শহরে মিছিল করে। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ভুক্তভোগী শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, “রাহাত ও ফজলু এসে জানতে চায় আমি এখনো কেন বদলি হচ্ছি না, কারা কৃষি প্রণোদনা পেয়েছে, আর নেতাদের ভাগ কত। আমি বলি, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, এতে রাজনৈতিক ভাগাভাগির সুযোগ নেই। তখনই তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।”
এ বিষয়ে জানতে রাহাত হাসান কাইয়ুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, “ঘটনার পর মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)