সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিতে শেরপুরে পরামর্শ সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি শক্তিশালীকরণ এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের উন্নয়ন বিষয়ে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। তিনিই সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুর এবং সহযোগিতা করে জেলা প্রশাসন শেরপুর।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা হাফিজুর রহমান, শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের উপপরিচালক এসএম মোহাইমিনুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, এনসিপি শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ মবিনুল ইসলাম, শেরপুর নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঝিনাইগাতী যুব ফোরামের আহ্বায়ক সোহেল রানা এবং শেরপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়নাসহ প্রমূখ।
সভায় অংশগ্রহণকারীরা জেলার সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বৃদ্ধি, ধর্মীয় সহনশীলতা জোরদার এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চা শক্তিশালী করতে নানা মতামত তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)