ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা বিএনপি। একই সঙ্গে সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শেরপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিশ্বের প্রসর থানার মোড়ে মুক্তমঞ্চে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিরোধী মতের প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তারা অভিযোগ করেন, এসব হামলার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, ঢাকা-০৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের বিএনপির এমপি প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সান সিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক হরযত আলী, জেলা বিএনপির আহ্বান কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন ও আকরামুজ্জামান রাহাত। এছাড়াও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে সারাদেশে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন