শেরপুরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ও শেরপুর জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী আহত হয়েছেন। বর্তমানে দুজনই বাসায় চিকিৎসা নিচ্ছেন।
১১ ডিসেম্বর শেরপুর জেলা সদর আসনে দাঁড়িপাল্লার মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় দলীয় মোটরসাইকেল বহরের সঙ্গে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার মাথা ফেটে যায় এবং পাজরে আঘাত পান।
এর আগের দিন, ১০ ডিসেম্বর, শেরপুর সদর আসনে ধানের শীষের প্রাথমিক মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষে প্রচারণা চালানোর সময় দুর্ঘটনার শিকার হন অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোর পাশাপাশি ভিডিও ধারণ করার এক পর্যায়ে শেরপুর শহরের বটতলা এলাকায় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার হাত ভেঙে যায়। তাকে সাহায্য করার সময় অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায়।
উভয় আহত বর্তমানে নিজ নিজ বাসায় বিশ্রামে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন