শেরপুর পৌরসভার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা আক্তার ববি। এর আগে তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনের সময় প্রশাসনিক দক্ষতা, সততা ও স্বচ্ছতায় অনন্য নজির স্থাপন করেন।
নালিতাবাড়ীতে কর্মরত থাকাকালে তিনি সরকারি বরাদ্দের শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করেন। প্রতিটি প্রকল্পে তিনি নিজে পরিদর্শন ও তদারকি করে কাজের গুণগত মান যাচাই করেছেন, যথাযথ প্রাক্কলন অনুসরণ করেছেন এবং উদ্বৃত্ত অর্থ ব্যবহার করে অতিরিক্ত কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করেছেন। সরকারি কাজে স্বচ্ছতা ও দক্ষতার এই দৃষ্টান্ত স্থানীয় প্রশাসনে ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যক্তিগত সুবিধা গ্রহণে সংযম ও সততার ক্ষেত্রেও তিনি ছিলেন অনুকরণীয়। দায়িত্ব পালনকালে উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার না করা, কোনো জ্বালানি বিল না করা এবং প্রশাসক হিসেবে প্রাপ্য সম্মানী গ্রহণ না করা তার নৈতিকতার উজ্জ্বল প্রমাণ।
উল্লেখ্য, ফারজানা আক্তার ববি শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ–এর সহধর্মিণী। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ শেরপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেন।
নালা-নিক্ষুদ্র থেকে বৃহৎ—সবখানেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া এ কর্মকর্তা শেরপুর পৌরসভায় তার নতুন দায়িত্বে আরও সফল ও অনুকরণীয় ভূমিকা রাখবেন—এমনটাই আশা প্রশাসন ও স্থানীয় মহলের। তিনি শেরপুর পৌরসভার বর্তমান পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা (উপ-সচিব) উপ পরিচালক, স্থানীয় সরকার,শেরপুর এর অধীনস্থ কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন