শেরপুরে ইন্টারপার্টি হারমোনি ডায়লগে নির্বাচনী প্রার্থীদের মতবিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বড় দুই রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে ইন্টারপার্টি হারমোনি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিউ আলীশান রেস্টুরেন্টের তৃতীয় তলার হলরুমে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম শেরপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডায়লগে অংশগ্রহণ করেন
শেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম
শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি গণঅধিকার পরিষদের প্রার্থী কাজি হায়াত
শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেসি ফোরামের উপদেষ্টা ও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং জেলা জামায়াতের আমীর হাফিজুর রহমান।
সভায় বক্তারা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার পাশাপাশি পারস্পরিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধের অনুশীলন এবং নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান।
ডায়লগে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি ডেমোক্রেসি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ পলাশ।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ডায়লগ সেই লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)