বকশীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় একাত্তরে প্রাণ হারানো জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয় এই আয়োজনে।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা উল হুসনার সভাপতিত্বে, বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে সুসংহত করতে সহায়তা করেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)