শ্রীবরদীতে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)–এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বড়ইকুচি এলাকায় সন্দেহভাজন চোরাকারবারি মো. রাব্বানীর (পিতা—আব্দুল বারেক) বাড়ির পাশে খড়ের গাদায় লুকিয়ে রাখা মালামাল তল্লাশি করে ১৮টি বস্তাভর্তি মোট ৮৯টি কার্টনে থাকা ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়।
জব্দকৃত সাবানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, এসব পণ্য অবৈধভাবে ভারতের দিক থেকে এনে স্থানীয় হাটবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে কর্ণজোড়া বিওপির সুবেদার মো. ফুলু মিয়া বলেন, “জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)