শেরপুর সদরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত: ৪ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
পরিবেশ দূষণ রোধে শেরপুর সদর উপজেলায় অবস্থিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শেরপুর, পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুরের প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ৯,০০,০০০ (নয় লাখ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালিত ইটভাটাগুলো হলো—
১. মেসার্স জেড এইচ বি ব্রিকস, দমদমা কালিগঞ্জ, শেরপুর সদর — ২,৫০,০০০ টাকা জরিমানা
২. মেসার্স এম এস বি ব্রিকস, দমদমা কালিগঞ্জ, শেরপুর সদর — ২,৫০,০০০ টাকা জরিমানা
৩. মেসার্স এস এফ ব্রিকস, চর শেরপুর, শেরপুর সদর — ২,০০,০০০ টাকা জরিমানা
৪. মেসার্স এম এম ব্রিকস, চর শেরপুর, শেরপুর সদর — ২,০০,০০০ টাকা জরিমানা
প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)