শেরপুরের তিন আসনে প্রার্থিতা প্রত্যাহার নেই, চূড়ান্ত তালিকায় ১৪ জন প্রার্থী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-১, শেরপুর-২ ও শেরপুর-৩—এই তিনটি আসনেই সংশোধিত তালিকা অনুযায়ী সকল বৈধ প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
১৪৩ শেরপুর-১ আসন
জাতীয় পার্টি — মোঃ মাহমুদুল হক মনি
বাংলাদেশ জামায়াতে ইসলামী — মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) — মোঃ লিখন মিয়া
স্বতন্ত্র — মোঃ শফিকুল ইসলাম মাসুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — সানসিলা জেবরিন

১৪৪ শেরপুর-২ আসন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — মোহাম্মদ ফাহিম চৌধুরী
ইসলামী আন্দোলন বাংলাদেশ — মোঃ আব্দুল্লাহ আল কায়েস
বাংলাদেশ জামায়াতে ইসলামী — মোঃ গোলাম কিবরিয়া
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) — মোঃ আব্দুল্লাহ

১৪৫ শেরপুর-৩ আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ — আবু তালেব মোঃ সাইফুদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী — মোহাম্মদ নুরুজ্জামান
স্বতন্ত্র — মোঃ আমিনুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — মোঃ মাহমুদুল হক রুবেল
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) — মোঃ মিজানুর রহমান

এদিকে পৃথক রিট আবেদনের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন শেরপুর সদর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন এবং শেরপুর-২ আসন (নকলা–নালিতাবাড়ী) থেকে মোহাম্মদ ইলিয়াস আলী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানানো হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার না হওয়ায় শেরপুরের তিনটি আসনেই এবার বহুপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিট কারীদের আবেদনের ফলাফলের কাগজপত্র পাওয়ার পর প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী তাদের চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)