আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে শেরপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬ খ্রি.) ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে পৌর ঈদগাহ মাঠ, শেরপুরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইমামদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, সহকারি রিটার্নিং অফিসার ও শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মাহবুবা হক এবং জেলা নির্বাচন অফিসার।
বক্তারা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভাপতিত্ব ও উপস্থিতি
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ইমাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে গণভোটের তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব পালনে ধর্মীয় নেতাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন