শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব শেরপুর জেলা শহরের চকপাঠক এলাকায় রাশেদুল হোসেন ডিয়ার মার্কেটে অবস্থিত চকপাঠক বায়তুল নুর কল্যাণ সমাজের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ার-এর সভাপতিত্বে বায়তুল নুর কল্যাণ সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৬, ঢাকার পাবলিক প্রসিকিউটর, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এডভোকেট মো. জহিরুল হাসান মুকুল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মো. ডিয়ার রাশেদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বায়তুল নুর জামে মসজিদের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির বর্ষীয়ান নেতা এডভোকেট আলহাজ্ব মো. মোকলেছুর রহমান (জীবন); বায়তুল নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বায়তুল নুর সমাজ কল্যাণের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ভূট্টো; বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা আলহাজ্ব মো. ফজলে আজীম পারভেজ; সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান; বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি ও জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজাহার আলী বিএসসি; সাবেক মডেল গার্লস ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. হেলাল উদ্দিন; বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী; উপদেষ্টা আ. রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চকপাঠক বায়তুল নুর কল্যাণ সমাজের সিনিয়র সহসভাপতি মো. মাহবুব আলম মাহা, সহসভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক মো. তজি মিয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান টিটু, কৃষিবিদ পারভেজসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদান স্মরণ করে আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠান শেষে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন