রাশেদুল ইসলাম রনি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় জামালপুরের বকশীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জ পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
পৌর ওলামা দলের সভাপতি আরিফ আহমেদের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদ বকশী, জহুরুল হক, খাইরুল ইসলাম খোকা ও বিল্লাল হোসেন,পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন,সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক কাদির,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন,পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আমির হামজা,সাবেক কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঈন সরদার এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম সিদ্দিকী।এ সময় পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন