সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথে থাকা সব আইনি জটিলতার অবসান ঘটিয়ে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
নাগরিকত্ব সংক্রান্ত আপিল শুনানির শেষদিনে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ১৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
শুনানিকালে আপিলকারী হিসেবে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত প্রয়োজনীয় ও গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়। কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ফাহিম চৌধুরীর সামনে আর কোনো আইনগত বাধা রইল না।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে শেরপুর-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
উল্লেখ্য, এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসার । তবে আপিল শুনানিতে সেসব অভিযোগের যথাযথ নিষ্পত্তি হওয়ায় শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন তিনি।
আপিল শুনানির শেষদিনে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থিতা ফিরে পেলেন ইঞ্জিনিয়ার ফাহিম
পোস্ট করেছেন : দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
0
share
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । পত্রিকাটি ২০১৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। The Daily Sotyer Sondhane Protidin -
সম্পাদক ও প্রকাশক : মোঃ রাশেদুর রহমান রাসেল
নির্বাহী সম্পাদক : মোঃ সাইদুর রহমান সাদী।
সহ-সম্পাদকঃ মোঃ আতাউর রহমান সানি।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক কুটামনি বানু হাজী সাহেবের বাড়ী, জামালপুর থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ইসলামপুর রোড (বাগানবাড়ী), জামালপুর থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মায়ের আঁচল মার্কেট, কুটামনি (দামেশ্বর ঘুন্টি রেল ক্রসিং সংলগ্ন), সরিষাবাড়ী রোড, জামালপুর।
মোবাইল:
০১৯০১-৪৫০৫০০ (সম্পাদক),
০১৯০১-৪৫০৫০১ (নির্বাহী সম্পাদক),
০১৯০১-৪৫০৫০৭ (সহ-সম্পাদক),
০১৯০১-৪৫০৫১১, ০১৯০১-৪৫০৫১২ (বার্তা বিভাগ),
০১৯০১-৪৫০৫১৩, ০১৯০১-৪৫০৫১৪ (সার্কুলেশন বিভাগ), ০১৯০১-৪৫০৫১৫, ০১৯০১-৪৫০৫১৬ (বিজ্ঞাপন বিভাগ),
ই-মেইল : dssprotidin2014@gmail.com
আপনি হয়ত পছন্দ করবেন
আরও দেখানবিএনপি
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন