ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি ২০২৬ (রবিবার) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও শেরপুর সদর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় গণভোট ও নির্বাচনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, ভোটারদের সচেতনতা সৃষ্টি, নিরপেক্ষতা বজায় রাখা এবং গণভোট প্রচারে সরকারি দপ্তর ও এনজিওগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সকল স্তরের জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন