শেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ীতে স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের এক শিশু কন্যাকে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে এক হকারের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে গতকাল ৫ জানুয়ারি সোমবার সকালে এ ধর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষণের অভিযুক্ত ইসলাম উদ্দিন নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়ার বাসিন্দা। সে পেশায় একজন কসমেটিকস ফেরিওয়ালা বা হকার।
স্থানীয় ও মেয়েটির পরিবারের অভিযোগ, উপজেলার পলাশীকুড়া গ্রামের ইসলাম উদ্দিন গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের প্রসাধনী বা কসমেটিকস বিক্রি করে থাকেন। গতকাল সকালে ভুক্তভোগী ৯ বছেরের শিশু প্রতিদিনের মতো স্কুল শেষ করে বাড়ি ফিরছিলো। পরে রাস্তায় একা পেয়ে ঐ শিশুকে গতিরোধ করে। শিশুটিকে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যান। ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত ইসলাম উদ্দিন নামের হকার। পরে শিশুটির চিৎকারে এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিষয়টি জানাজানি হয়। পরে সেখান থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে পাঠায়।
এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
এ ঘটনার পর ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে দক্ষিণ পলাশীকুড়া গ্রামের স্থানীয় জনগণ হকার ইসলাম উদ্দীনকে আটক করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানান, জনতা অভিযুক্তকে ধরে থানায় দিয়েছে। অভিযোগ নেওয়া হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)