আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর জেলার শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ নোটিশ প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড়, ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীক সংবলিত পোস্টার লাগিয়ে প্রচারণা চালান। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ (৩)(বি) ধারা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (ক) ও ১৮ বিধি লঙ্ঘনের শামিল।
এ কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, “একটি চিঠি অফিসে এসেছে বলে জেনেছি, তবে এখনো তা খুলে দেখার সুযোগ হয়নি।”
এ প্রসঙ্গে বিচারক আমিনুল ইসলাম বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার লিখিত জবাব পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)