শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
সভায় পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন পুলিশ সুপার। তিনি এ লক্ষ্যে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)সহ বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)